কলকাতা: অফিস টাইমে ভিআইপি রোড (VIP Road) ও উল্টোডাঙা এলাকায় তীব্র যানডটে নাজেহাল হয় সাধারণ মানুষ। এবার যানজট কমানোর জন্য ভিআইপি থেকে সল্টলেক বেইলি ব্রিজ (Salt Lake Bailey Bridge ) ভাবানায় সরকার।এই প্রজেক্টের দায়িত্ব কেএমডিকে দেওয়া হয়েছে। ভিআইপি রোড থেকে সল্টলেক বেইলি ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য কেষ্টপুর খালের উপর একটি বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে। এই সেতুটি উল্টোডাঙা ও ইএম বাইপাস হয়ে যাওয়ার বিকল্প পথ হিসেবে কাজ করে, যা ভিআইপি রোড থেকে সল্টলেক সিটিতে যাতায়াতকে আরও সহজ এবং দ্রুত করে তোলে।
কেষ্টপুর খালের উপর আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করা হচ্ছে যা ভিআইপি রোড ও সল্টলেককে সংযুক্ত করবে, যাতে যানজট কিছুটা কমবে। অফিস টাইমে ভি আই পি রোড ও উল্টোডাঙা এলাকায় যানজট কমাতে, সল্টলেক -ভিআইপি রোড -ই এম বাই পাস এলাকার যাতায়াত জ্যামমুক্ত করতে একটি বেইলি ব্রিজের পরিকল্পনা নিয়েছে কেএমডিএ কর্তৃপক্ষ। এই বেইলি ব্রিজ দক্ষিণদাড়ি থেকে সল্ট লেকের এ এ ব্লককে যুক্ত করবে ভি আই পি রোডের সাথে বলে দপ্তর সূত্রে খবর।সূত্র খবর সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য দুই লেন বিশিষ্ট এই ব্রিজটি প্রায় ৭.৫ মিটার চওড়া ৪৫-৪৬ মিটার দৈর্ঘ দু দিকেই গাড়ি চলাচলের ব্যাবস্হা থাকবে।
যানজট থেকে মানুষকে সুরাহা দিতে এই ব্রিজ দূত তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: প্রকাশিত আইসিএসই ও আইএসসি ২০২৬ পরীক্ষার সূচি! কবে শুরু, কবে শেষ?
উল্টোডাঙা -দক্ষিণদাড়ি এলাকায় দক্ষিণদাড়ি থেকে খালের উপর দিয়ে তৈরি হবে এই ব্রিজ। ভিআইপিতে এর ক্রসিং হবে। এর ফলে সেক্টর ফাইভ (অফিস এলাকায়)এলাকায় ট্রাফিকের চাপ অনেকটাই কমবে মর্সিন হবে যান চলা চল, চাপ কমবে ভি আই রোডের উড়ালপুল ওরাস্তার । এপ্রসঙ্গে বাসিন্দাদের আশঙ্কা এতে সল্টলেকের ভিতরকার রাস্তার যানবাহনের চাপ বাড়বে , পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে ট্রাফিকের গুরুত্ব বুঝে সিগন্যালিং ব্যবহার ও রাস্তাঘাট ঠিক করার দাবিও তারা জানাচ্ছেন। এবছরের শেষের দিকেই এই ব্রিজ সাধারনের জন্য খুলে দেওয়ার প্রয়াস রয়েছে কে এম ডি এ কর্তৃপক্ষের বলে দপ্তর সূত্রে খবর।







